ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি কারাগারে শাহজাহান হাওলাদার নামে এক সাজাভোগি কয়েদির মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে ঝালকাঠি সদর হাসপাতালে সে মারা যায়। বুধবার ময়নাতদন্ত শেষে শাহজাহান হাওলাদারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ২০০৪ সালে রাজাপুর থানার একটি অস্ত্র মামলায় জেলা জজ আদালত পলাতক অবস্থায় শাহজাহান হাওলাদারকে ১২ বছরের সশ্রম কারাদন্ড দেয়। পরে ৪ আগস্ট রাজাপুরের পালট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই সে কয়েদি হিসেবে ঝালকাঠি কারাগারে সাজাভোগ করছিল। মঙ্গলবার শাহজাহান হাওলাদার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় রাতে ওই হাসপাতালেই তার মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। কারাগার সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
