হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হোসেনপুর হরতালের প্রথম দিনে বিভিন্ন রোড়ে পিকেটিংয়ের সময় পুলিশ ৩ পিকেটার আটক করেছে। তারা হলেন উপজেলার আশুতিয়া গ্রামের আব্দুল হাসেনের ছেলে জহিরুল ইসলাম (১৮),রুকন মিয়ার ছেলে রাজন মিয়া (১৬) এবং ঢেকিয়া গ্রামের হোসেন আলীর ছেলে বিলাল হোসেন (১৭)। পুলিশ জানান, হরতাল চলাকালে রাস্থায় টায়ার জ্বালিয়ে আগুন দেয়া,গাছের গুড়ি ফেলে রাস্থা বন্ধ করা, মোটর সাইকেল ও অটোরিক্সা ভাংচুর করে হরতাল পালনের সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।