খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লোইয়ারকুল গ্রাম থেকে আবদুল (৮) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে বাড়ীর পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল ভুনবীর ইউনিয়নের লোইয়ারকুল গ্রামের আকবর আলীর ছেলে। সে লোইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
জানা যায়, স্থানীয়রা রাত ৯ টার দিকে বাড়ীর পাশের জমিতে আবদুলের লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রের মৃত্যুটি রহস্যজনক। সে কারনে ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
kÖxg½‡j ¯‹zj Qv‡Îi jvk D×vi
Lv‡j` cvi‡fR eLk, ‡gŠjfxevRvi : †gŠjfxevRv‡ii kÖxg½j Dc‡Rjvi fzbexi BDwbq‡bi ‡jvBqviKzj MÖvg †_‡K Ave`yj (8) bv‡g GK ¯‹zj Qv‡Îi jvk D×vi K‡i‡Q cywjk| 24 A‡±vei e„n¯úwZevi iv‡Z evoxi cv‡k Rwg †_‡K Zvi jvk D×vi Kiv nq| Avãyj fzbexi BDwbq‡bi ‡jvBqviKzj MÖv‡gi AvKei Avjxi †Q‡j| †m ‡jvBqviKzj miKvix cÖv_wgK we`¨vj‡qi 2q †kÖbxi QvÎ|
Rvbv hvq, ¯’vbxqiv ivZ 9 Uvi w`‡K evoxi cv‡ki Rwg‡Z Ave`y‡ji jvk †`L‡Z †c‡q cywjk Lei †`q| c‡i cywjk NUbv¯’‡j †cŠu‡Q Zvi jvk D×vi K‡i _vbvq wb‡q hvq| ïµevi mKv‡j †gŠjfxevRvi m`i nvmcvZvj g‡M© gqbv Z`š— †k‡l cwiev‡ii Kv‡Q jvk n¯—vš—i Kiv nq| kÖxg½j _vbvi fvicÖvß Kg©KZv© †gv. Ave`yjv NUbvi mZ¨Zv wbwðZ K‡i Rvbvb, ¯‹zjQv‡Îi g„Zz¨wU inm¨RbK| †m Kvi‡b gqbv Z`‡š—i wi‡cv©U cvIqvi ci e¨e¯’v †bIqv n‡e|