স্টাফ রিপোর্টার : কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে পড়ে এবং উন্নতি স্থবির হয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল ৬শ ডলার, বিগত সাড়ে ৪ বছরে সেটা বেড়ে এক হাজার ৪০ ডলার ছাড়িয়েছে। তিনি ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মধ্যে আগাম শীতবস্ত্র বিতরণকালে এক সমাবেশে ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ করে ১ লাখ ৪৫ হাজার শিক্ষককে সরকারী চাকুরী দেওয়া হয়েছে। এক কোটি ১৯ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। বছরের শুরুতেই গরীব-ধনী সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া-এসব কাজ অতীতে কেউ করতে পারেনি।
এ সময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন কৃষিমন্ত্রী নিজ তহবিল থেকে নকলার ৬ ইউনিয়নে এক হাজার ২শ অতি দরিদ্র মানুষকে ও ২শ জন ছাত্রীকে একটি করে কম্বল এবং ৭শ ২০ জন ছাত্রকে একটি করে সোয়েটার প্রদান করেন।
