শ্যামলবাংলা ডেস্ক : কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতাল ঘোষণা দেন
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের প্রেেিত এ রায় দেন সুপ্রিম কোর্ট। আপিল মামলার রায়টি ঘোষণা করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ। ওই বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
রায় ঘোষণার পরপরই জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নেয়া হয়েছে।