স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. আব্দুল হালিম সমাজের প্রতিটি স্তরে সিয়াম সাধনার মাস রমজানে সংযম ও আত্মশুদ্ধির প্রতিফলন ঘটানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, এ মাসে আমাদের ত্যাগ, আত্মসংযম ও সহনশীলতায় পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হতে পারে। আগামী ঈদকে সামনে রেখে সরকারের পাশাপাশি সকলকে গরিব-দু:স্থ মানুষদের পাশে দাড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি জেলা পরিষদের উদ্যোগে ২ জুলাই শুক্রবার জেলা পরিষদের নিঃস্বর্গ হলরুমে বুদ্ধিজীবী সাংবাদিক, রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
ইফতার মাহফিলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গণি, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, ভাষাসৈনিক আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযুদ্ধের সংগঠক মোহসিন আলী মাষ্টার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এড. এম কে মোরাদুজ্জামান, জেলা জাপার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, সহ-সভাপতি আব্দুল হালিম, শহর আওয়ামী লীগের সভাপতি এড. আবুল কাশেম, পৌরসভার প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব চন্দ্র বিল্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
