স্টাফ রিপোর্টার : এক সময় যেখানে হেঁটে চলার সড়ক ছিল না সেই দশআনী নদী এলাকার পল্লী কুমড়ারচরে এখন পাকা সড়ক হয়েছে। দশআনী নদীর ওপর সেতু হচ্ছে। পাশাপাশি ২৩ ফেব্রুয়ারী রবিবার প্রায় ১ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্ধোধন করলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এতে ব্যয় হয়েছে ১২ লাখ টাকা।
এ উপলক্ষে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে রবিবার সকালে এক কৃষকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিক। এসময় তিনি বলেন, আগামী ৫ বছরে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। বিদ্যুতের আলোয় অন্ধকার কেটে যাবে। কৃষককে আর সেচের পানির জন্য চিন্তা করতে হবে না।
স্থানীয় বলায়ের চর ইউনিয়ন আ’লীগ সভাপতি লেবু মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলী বিদ্যুতের ভারপ্রাপ্ত জিএম উত্তম সরকার ইউপি চেয়ারম্যান আকবর আলী,সেলিম মিয়া,রফিকুল ইসলাম, শেরপুর পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমূখ ।