শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ২৩ ফেব্রুয়ারী রবিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ওই ঘটনা ঘটে। এসময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। পেটে গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই। ছিনতাই হওয়া ৩ আসামির মধ্যে একজন হলেন জেএমবির সালাউদ্দীন সালেহীন। তিনি ময়মনসিংহে সিনেমা হলে বোমা বিষ্ফোরণের মামলার আসামি।
জানা যায়, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানের গতিরোধ করে দুর্বৃত্তরা। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে। এসময় আসামিদের সাথে আসা এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, ছিনতাই হওয়া আসামিদের ৩ জনই জেএমবির সদস্য। তারা হলেন- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)। এদের মধ্য রাকিবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; অন্য দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।