মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে হাফিজুল ইসলাম (২৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে গ্রামের মাঠে বিদ্যুৎ চালিত সেচ পাম্পে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন। তিনি শুভরাজপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজুল দুপুরে ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য মাঠে যায়। বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।