বিশেষ প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ এডিপির উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নালিতাবাড়ী এডিপির কৃষি প্রকল্প কর্মকর্তা মোঃ রবিউল আওয়াল, সৌর্হাদ্য প্রকল্পের (ডিআরআর) ট্যাকনিকেল অফিসার সুশান্ত চন্দ্র দে, শেরপুর খামারবাড়ির কৃষিতে জলবায়ু কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। এই মিটিংএ উপসহকারী কৃষিকর্মকর্তা, শিক্ষক, ইউপি সদস্য ও কৃষকরা অংশ গ্রহন করেন। এতে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।