লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট হাতীবান্ধায় ৩য় শ্রেণীর এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, গড্ডিমারী গ্রামের মতিয়ার রহমান হুলু’র পুত্র জবের আলী ৩য় শ্রেণীর ছাত্রীকে মঙ্গলবার তার বাড়িতে জোর পূর্বক ধর্ষন করে। ওইসময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসায় ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার পাল জানান, ওই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।