লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৪ কর্মীকে গ্রেফতার করেছে। রবিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের হাবিবুর রহমান (৪৩), একই গ্রামের ভুট্টু মিয়া (৩৭), রফিকুল ইসলাম (৪২) ও আব্দুল জলিল (৪০)। গ্রেফতারকৃতরা সকলেই জামায়াত কর্মী বলে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জামায়াত-শিবিরের সহিংসতায় এক যুবলীগ কর্মী নিহতের মামলার আসামীসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।