গফরগাঁও প্রতিনিধি : হাত বাড়ালাম আমরা আজ, গড়বো মাদক মুক্ত সমাজ এই শ্লোগানকে সামনে রেখে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে পরিপেক্ষিতের সহযোগিতায় মাদক প্রতিরোধ শোভাযাত্রা, স্বাস্থ্য ও শিক্ষা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার জামতলা মোড় থেকে শুরু হয়ে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। পরে ডাকবাংলো চত্বরে মাদক বিরোধী সেমিনারে সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সাংবাদিক এইচ কবীর টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়ায়েজ উদ্দিন ফরাজী, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামছুল হক, মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, ওসি আছাবুর রহমান, দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, প্রেসক্লাব সভাপতি আব্দুলাহ আল আমিন বিপ্লব, অর্থনীতি প্রতিদিনের আজহারুল হক প্রমুখ।