শ্যামলবাংলা ডেস্ক : টানা দ্বিতীয়বারের মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ এলবাশির। ১০ ফেব্রুয়ারী সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানায়।
অভিনন্দন বার্তায় সুদানের প্রেসিডেন্ট ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যে বিদ্যমান আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আরও জোরদার করার বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে শেখ হাসিনার সাফল্য ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
এর আগে ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, উজবেকিস্তান এবং ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।