আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : অবশেষে হাই কোর্টের জাল আদেশ দেখিয়ে প্রবেশ পত্র চাওয়ায় সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান জানান, সম্প্রতি ময়ে গফরগাঁওয়ের রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ হাইকোর্টের একটি আদেশ নিয়ে এসে ৯০ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রবেশ পত্রের জন্য আবেদন করেন। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায়, কোর্টের দেওয়া ওই আদেশ পত্রটি জাল। এ অবস্থায় ৯০ পরীক্ষার্থীর প্রবেশ পত্র দেওয়া হয়নি। কোর্টের জাল আদেশ পত্র নিয়ে প্রবেশ পত্র চাওয়ার অপরাধে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের নামে মামলা করা হবে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
প্রসঙ্গত ফি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রাজধানীসহ বিভাগীয় শহরের শিক্ষার্থীদের মফস্বল কেন্দ্র থেকে নকল সূবিধাসহ পাশের নিশ্চয়তা দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ফরম ফিলাপ করিয়ে থাকেন। এ বিষয়ে ২০১১ সালের ৩ ফেব্র“য়ারী একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় সংবাদ প্রকাশিত হলে বোর্ডসহ প্রশাসন নড়ে চড়ে বসে। এক বছর বাদ দিয়ে ২০১২ সালে আবার এসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ করিয়ে পরীক্ষার সুযোগ করে দিয়ে রৌহা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মারুফ আহমেদ কামিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। এ বছর আবারো তিনি দুই শতাধিক পরীক্ষার্থীর ফরম ফিলাপ করিয়ে কামিয়ে নেন প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু গত রোববার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসা ৯৭ পরীক্ষার্থী প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।