ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে আলোচনা সভা দোয়া ওমিলাদ
ভাণ্ডারিয়া প্রতিনিধি : জাতীয়পার্টি(জেপি) চেয়ারম্যান , পরিবেশ ও বন মন্ত্রী এবং কলেজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মঞ্জুর জন্ম দিন পালন উপলক্ষে ৯ জানুয়ারী রবিবার ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের সুলতানা হোসেন কক্ষে কেক কাটা ,আলোচনা সভা , তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল দোয়া মোনাজাত করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু জাফর,সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন,হাসিনা বেগম,আবু হানিফ,প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান,আবুল বাসার,মোঃ নুরুল হক,মোঃ নজরুল ইসলাম,মোঃ মুরাদ হোসেন ,মোঃ ওসমান গনি,শিক্ষার্থী অনামিকা বিশ্বাস,আখী আক্তার ও সেতু আক্তার প্রমূখ। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তার সহ ধর্মীণি মহিয়ষী নারী মাজেদা বেগমের রুহের মাগ ফেরাত ও আনোয়ার হোসেন মঞ্জুর সু স্বাস্থ্য এবং দির্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিন খান । পরে কলেজের শিক্ষক,শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম।