ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনসমর্থন না থাকায় তাদের আন্দোলন ব্যর্থ : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ২:২২ অপরাহ্ণ

hasina333 1ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : জনসমর্থন না থাকায় বিএনপি-জামায়াত জোটের আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৮ ফেব্রুয়ারী শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষাসমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত-শিবির ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সহিংসতা চালিয়েছে। পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যানবাহন, রেললাইন, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে জনসমর্থন না থাকায় তাদের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।
গত এক বছরে বিএনপি-জামায়াতের তাণ্ডবে পুলিশের ১৫ সদস্য নিহত ও ৩ হাজারের বেশি সদস্য আহত হয়েছেন-উলে­খ করে শেখ হাসিনা বলেন, তাদের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতা দমনে পুলিশসহ যৌথবাহিনী অত্যন্ত তৎপর ছিল। তারপরও এই সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দিরে আক্রমণ করেছে। এই জঙ্গি-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে কোন জঙ্গি-সন্ত্রাসীদের স্থান হবে না।
তিনি আরও বলেন, আমরা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রæতিদ্ধ। এ ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি জনগণের প্রতি সুশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আপনাদের কাছে বিপদগ্রস্ত মানুষ আসে সাহায্যের আশায়। তারা যাতে অযথা কোনো হয়রানি ও দুর্ভোগের শিকার না হয় তা নিশ্চিত করার মাধ্যমে সেবা প্রদান করতে হবে। জনগনকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিগত ৫ বছরে পুলিশ বাহিনীর আধুনিকায়নের কথা উলে­খ করে তিনি বলেন, পুলিশ বাহিনীতে ৬শ ১৪টি ক্যাডার পদসহ প্রায় ৩১ হাজার নতুন পদ সৃজন করা হয়েছে। শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ গঠন করা হয়েছে। অপরাধ তদন্তের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করার জন্য ২টি সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। পুলিশের পদমর্যাদা বাড়ানো হয়েছে। রংপুর রেঞ্জ ও রংপুর আরআরএফ গঠন করা হয়েছে। এছাড়া দেশে ২৯টি নতুন থানা ও ৬৪টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ৩০ ভাগ ঝুঁকিভাতা প্রবর্তন করা হয়েছে। এসময় পুলিশের সদস্য সংখ্যা আরও ৫০ হাজার বাড়ানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
৩১তম বিসিএসে উত্তীর্ণ ১৭৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। সেরা প্রশিক্ষণার্থী হওয়ার গৌরব অর্জন করেন আতিকুল হক প্রধান, সেরা একাডেমিক রুহুল আমিন সরকার ও সেরা অশ্বারোহী শাহেদ আহমেদ। প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ একাডেমির কমান্ড্যান্ট নাইম আহমেদ। এছাড়া দর্শক সারিতে ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!