ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার রেডিয়েন্ট ফ্রেন্ডশীপ ক্লাবের উদ্যোগে শুক্রবার উপজেলার বনগাও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইমারী সমাপনী (পিএসসি), এবতেদায়ী সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ (অ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) একেএম মোখলেছুর রহমান রিপন, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহম্মদ খোকা, রাজ নগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, আ’লীগ নেতা মোঃ হাবিবুর রহমান মন্টু, উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম রুকন, রেডিয়েন্ট ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম প্রমূখ। পরে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।