ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মাদ আমির বল নিক্ষেপ এর মধ্যে দিয়ে এর শুভ উদ্ধোধন করেন। এ সময় স্কুলের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেনসহ শিক্ষক,শিক্ষার্থী ও ম্যানিজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী বাছাইয়ের মত বিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে এক মত বিনিময় সভা রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠন এ সভার আয়োজন করেন। সভায় ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যর মাধ্যমে একক প্রার্থী নির্বাচিত করে ১৯ দলের প্রার্থীর মোকাবেলা করে বিজয় ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপন,মোঃ গোলাম কিবরিয়া সিকদার, কামরুজ্জামান নকীব,শিশির দাস,হাবিবুর রহমান উজির সিকদার,এম এম তারিকুজ্জামান প্রমূখ।
