পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : “রুখো সাম্প্রদায়িক সহিংসতা, বাঁচাও শিক্ষা-সংস্কৃতি-মানবতা” শ্লোগানের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান ও সিপিবি নেতা কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত মন্ডল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ, ছাত্রনেতা সুমন, মোঃ হাফিজুল, পরমাংশু, এসএম চন্দন, সুজিত, রজব, প্রদীপ মন্ডল, সুজন, অনিক মন্ডল, সৈকত, শিমূল, অমিত ও লিপন।
