মেহের আমজাদ, মেহেরপুর : ‘জাগো মেহেরপুর’ এর উদ্যোগে মেহেরপুর শহরের অসহায় ও হত দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জিটিভি প্রতিনিধি রফিকুল আলম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘জাগো মেহেরপুর’ এর উপদেষ্টা আতাউল হাকিম লালমিয়া, অঞ্চল ভট্টাচার্য, অধ্যাপক আব্দুল¬াহ আল আমিন ধুমকেতু,এ্যাড: ইব্রাহিম শাহিন, মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, আব্দুল মজিদ, মোঃ মোস্তাাকিম, রাহিনুর জামান পলেন, মেহেরপুর ডিষ্ট্রিবিউটার সমিতির সভাপতি হাশেম,দৈনিক আন্দোলনের বাজার ও বাংলা পোস্ট এর মেহেরপুর প্রতিনিধি মেহের আমজাদ ও অন্যান্য সাংবাদিক ও সুশিল সমাজ। এছাড়াও ‘জাগো মেহেরপুর’ এর কার্যনির্বাহি কমিটির শাহিন উদ্দিন,আল মামুন,শোয়েব রহমান, সুইট, রুমি, রাসেল, মুন্না, অরুন, পলাশ, স্বাধীন,কল্লোল, সেলিম,সম্রাট, রানা, শামীম, আলিম উদ্দিন, শুভ, তুষার, মিজান, রিংকু, মাশুক রায়হানসহ “জাগো মেহেরপুর” এর সদস্যগণ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর শহরের ছিন্নমূল, অসহায় ও হত দরিদ্রদের মাঝে পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ৪শ’ টি কম্বল বিতরণ করা হয়।
উল্লে¬খ্য, গত বছরের ১৮ অক্টোবর শহীদ ড. শামসুজ্জোহা পার্কের সামনে মানববন্ধন এর মাধ্যমে মেহেরপুরের সকল তরুন সমাজ, সকল সংগঠন, ছাত্র-শিক্ষক ও দলমত নির্বিশেষে “জাগো মেহেরপুর” নামে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটি সামাজিক আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। ‘জাগো মেহেরপুর’ এর মূল উদ্দেশ্য রাজনৈতিক চিন্তাধারা ও ব্যাক্তিস্বার্থের উর্দ্ধে থেকে মাদকের ভয়াল ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করা, এছাড়াও মেহেরপুরের প্রাণ ভৈরব নদীকে বাঁচানো,মেহেরপুরে একটি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু, রেল লাইন, গ্যাস লাইন ও চেক পোস্ট স্থাপনসহ মেহেরপুরবাসীর মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে সম্মিলিতভাবে আন্দোলনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা।