ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচনী সহিংসতার শিকার ঠাকুরগাঁওয়ের সংখ্যালঘু ও আদিবাসী গ্রামগুলোতে এখনো আইন শৃংখা বাহিনীর ক্যাম্প রয়েছে। তবে ভয় কাটছেনা তাদের।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সূত্রে জানা যায়, জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ৪ টি গ্রাম এবং সদর উপজেলার গড়েয়া গোপালপুর,লস্করা,সালন্দর বাসিয়াদেবী,ভেলাজান , আকচা ও জগন্নাথপুর গ্রামের সংখ্যালুঘু পরিবার নির্বাচনী সহিংসতায় আক্রান্ত হয়। গড়েয়া গোপালপুর গ্রামের সংখ্যালঘুরা প্রাণের ভয়ে দুরের একটি মন্দিরে আশ্রয় নেয়। ওই গ্রামে পুলিশ ক্যাম্প বসানোর পর পরিবার গুলো বাড়ি ফিরে। কিন্তু তাদের মধ্যে এখনো ভয় কাটেনি। গত বৃহস্পতিবার লস্করা ও সালন্দর বাসিয়া দেবী গ্রামে দুটি পরিবারের ঘরে আগুন দেয় দুবৃত্তরা। এই ঘটনায় সংখ্যালঘুরা আরও আতংকিত হয়ে পড়ে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান,আক্রান্ত এলাকায় পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এ দিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাশী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক অ্যাড.ইন্দ্রনাথ রায় বলেন এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে সমপ্রীতি সভা সমাবেশ আয়োজন করা হচ্ছে। এ ছাড়া স্থাণীয় প্রশাসন আক্রান্ত এলাকায় পাহারা জোরদার করেছে।
