স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বদলীয় সরকারের কৃষি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মতিয়া চৌধুরী। ১ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় সহকারী রিটার্নিং অফিসার ও নকলা উপজেলার ইউএনও মোহাম্মাদ আবুল কালাম আজাদের কার্যালয় সশরীরে হাজির হয়ে তিনি ওই মনোনয়নপত্র জমা দেন।
এর আগে মন্ত্রী মতিয়া চৌধুরী দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে নকলা স্থানীয় কোর্ট বিল্ডিং এলাকার উন্মুক্ত চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে বিকেলে নালিতাবাড়ীতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আরেকটি মনোনয়নপত্র জমা দেন।