কেশবপুর(যশোর) প্রতিনিধি, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর শাখার সভাপতি, নাগরিক সামজের নেতা, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ওয়ার্কাস পার্টির জেলা নেতা কমরেড অ্যাড. আবুবকর সিদ্দিকের ওপর জামায়াত শিবিরের ক্যাডরদের হামলার প্রতিবাদে শনিবার বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নাগরিক সমাজের আয়োজনে অধ্যাপক অসিত মোদকের সভাপতিত্বে সমাবেশে সংহতি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান মির্জা, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি করিম গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফ-উজ-জামান খান, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান, দলিত পরিষদের সভাপতি অসিম ঘোষ, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল প্রমুখ।
