ঠাকুরগাঁও প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
আসামীরা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাফুরুলাহ, কৃষকদলের যুগ্ম সম্পাদক খুরশিদ আলম উজ্জল, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক নুরু ও যুবদলের জাহিদ সহ ১৫০ জন। বুধবার ঠাকুরগাঁও থানার পুলিশ বাদি হয়ে এই মামলা করে।
সোমবার রাতে তফসিল ঘোষনার পরপরই বিএনপির নেতাকর্মীরা শহরের বড় মাঠে থাকা মটর সাইকেল ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।