চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খালেকুজ্জামান খালেক (৪১) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ২৭ নভেম্বর বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে উপজেলার বোঁথড় মাদরাসাপাড়া গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা খালেক। সন্ত্রাসীরা রাত ২টার দিকে মাটির কাঁচাঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে খালেককে এলোপাথারি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খালেককে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথা, গলা ও কাঁধে ৫৫টি সেলাই দেওয়া হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি জানান, খবর পাবার পর সকালেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত খালেক কয়েকজন সন্ত্রাসীর নাম বলেছেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুদ্দিন খবির ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ চাটমোহর পৌর সদরে বিক্ষোভ মিছিল করে।
