শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনয়ন প্রত্যাশী শাজাহানপুর উপজেলা জাতীয় পার্টির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম মো. শওকত আলী গুলবাগী (বাবলু)।
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাব ও মাঝিড়া কারিগরি উচ্চ বিদ্যালয়, মসজিদ, মক্তবসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। শাজাহানপুর-গাবতলী এলাকায় সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে শওকত গুলবাগী দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেয়ায় গাবতলী শাজাহানপুর নির্বাচনী এলাকা-৭ এর জাতীয় পার্টিসহ সাধারন মানুষের মাঝে সাড়া জাগিয়েছে। এলাকার সাধারন মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের দৃষ্টিতে একজন হেভিওয়েট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করায় সমাজের সকল শ্রেনীপেশার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি দেশের চলমান সংকটকালে সকল রাজনৈতিক দলকে নিজ নিজ দাবির প্রেক্ষিতে শান্তিপুর্ন অবস্থানে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার আহবান জানান এবং সেই সাথে শাজাহানপুরের সাংবাদিকসহ সকল সাংবাদিকদেরকে সঠিক ও স্বচ্ছ সংবাদ জাতির সামনে তুলে ধরার আহবান জানান।