সিংড়া (নাটোর) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, টায়ারে আগুন ও ভাংচুরের মাধ্যমে পালিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার ভোর থেকেই ১৮ দলীয় নেতাকর্মীরা ছিল তৎপর। এসময় তারা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে। টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দেয় এবং দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। শুধুমাত্র রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায় নি।
সকাল ১১টায় পৌর বিএনপির যুগ্ন সম্পাদক শাখাওয়াত হোসেন শাখার নেতৃত্বে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে কিছু উচ্ছৃংখল কর্মীরা বেশ কয়েকটি রিক্সা ভাংচুর করে। আতংকে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে উপজেলা ১৮ দলের উদ্যোগে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহবায়ক আবুল কালাম আজাদ ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী।