পাবনা প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে পাবনার বিভিন্ন মহাসড়ক অবরোধ ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
পাবনা-নগরবাড়ী মহাসড়কের জালালপুর, ধোপাঘাটা, পুষ্পপাড়া, মধুপুর, বাঙ্গাবাড়ীয়া এবং ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া, নতুনহাট মোড় ও পাকশীসহ বিভিন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ইঞ্জিন চালিত যানবাহন ভাংচুর করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের কাছে একটি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাবনা-নগরবাঢ়ী মহাসড়কের মধুপুর এলাকায় অন্তত: ১০ টি গাড়ী ভাংচুর করে পিকেটাররা। এসময় পুলিশ পিকেটারদেরকে হঠাতে গেলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশকে বহনকারী একটি ট্রাক ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০/৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই এলাকায় আটকে পড়া পাবনাগামী বাস ট্রাক পুলিশ প্রহরায় পাবনা নিয়ে আসা হয়। এ সময় পুষ্পপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২৫ যাত্রী কম বেশী আহত হয়। আহতদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঈশ্বরদীতে দফায় দফায় বিকট শব্দে ৩০-৩৫টি ককটেলের বিস্ফোরন ঘটেছে। রাতে ঈশ্বরদী প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনের ৩ টি বগিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। আগুনে বগি ৩টি সম্পুর্ণরুপে ভষ্মিভুত হয়ে যায়।