এস. গুলবাগী, বগুড়া : বগুড়ায় দেশীয় তৈরি রিভলবারসহ এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ নভেম্বর শনিবার রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কলেজ ছাত্র রাহবীর আল মুহি (২৫) উত্তর চেলোপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। সে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
পুলিশের অভিযোগ, শনিবার রাত ৯টার দিকে গ্রেফতারকৃত মুহিসহ ৩/৪ জন যুবক উত্তর চেলোপাড়া রেলঘুমটির কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমুলক কর্মকান্ড করার পরিকল্পনা করছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ টিএসআই সাইফুলের নের্তৃত্বে সেখানে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ মুহিকে আটক করে এবং দেশীয় তৈরী একটি রিভলবার উদ্ধার করে। ওই ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।