রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাজারহাট এম,আই ডিগ্রী কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ নভেম্বর শনিবার কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী এমপি ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পরে কলেজ চত্বরে অধ্যক্ষ মো. সাইদুর রহমান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস দিলরুবা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগ নেতা এড. আব্রাহাম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার, আবুল কালাম আজাদ, জাপা নেতা মো. মোবারক আলী ব্যাপারী প্রমূখ।