মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরণের দুর্নীতির অভিযোগ হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবরে অভিযোগটি করেছেন, ভাটরা ইউপির সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানসহ ৫৫ জন। অভিযোগে উলে¬খ করা হয় দমদমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমান ও প্রধান শিক্ষক ফজলার রহমান বিদ্যালয়ের স্বার্থবিরোধী এবং বে-আইনি কার্যকলাপসহ ৩ জন শিক্ষকের এমপিও না করে পরবর্তীতে নতুন নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করে। এছাড়াও স্কুলের বিপুল পরিমান অর্থ আত্মসাত করাসহ নানা ধরণের অনিয়ম দুর্নীতি হয়েছে। ওই অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়ান নাজিমকে দায়িত্ব প্রদান করা হয়। এরপরেও গত ২১ শে নভেম্বর সন্ধ্যায় ১ জন শিক্ষকে নিয়োগ প্রদান করে। অভিযোগ উঠেছে ওই নিয়োগে প্রায় ৬ লক্ষ টাকা বানিজ্য হয়েছে। ওই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, দমদমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা তদন্ত চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
