পিরোজপুর প্রতিনিধি : অসংবিধানিকভাবে গঠিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। ২২ নভেম্বর শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে থেকে একটি মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ল’ইয়ার্স প্লাজার সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আকন, এম.ডি লিয়াতক আলী শেখ বাদশা, এ্যাড. সৈয়দ সাব্বির প্রমুখ।