ঠাকুরগাঁও প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন কালীন সরকারের বাংলাদেশ আওয়ামীলীগ,ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি,ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন খাদ্য মন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধূরী,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী,প্রেস ক্লাব সভাপতি আখতার হোসেন রাজা,জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এটিএম সামসুজ্জোহা বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকরামুল ইক একরাম,ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর একরামু দৌলা সাহেব, কৃষকলীগ নেতা মোস্তফা কামাল ও চিলারং আওয়ামীলীগের নেতা আইয়ুব আলী নবনিয্ক্তু খাদ্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। রমেশ চন্দ্র সেন এর আগে পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।