মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরে খামার ও চাষী সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর চিনিকলের প্রশিক্ষণ ভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আখচাষী কল্যান সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আখচাষে উন্নত প্রযুক্তি প্রয়োগ ও মাঠে বিস্তার বিষয়ে উপস্থিত চাষী প্রতিনিধিদেরকে অবহিত করে তিনি বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করে আপনারা লাভবান হোন এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করুন। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে আপনাদের বেশী বেশী আখ রোপন করতে হবে । তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। মিলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্র এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (কৃষি) সূর্য্য কান্ত বেপারী, উপ-মহাব্যবস্থাপক (সম্প্র) মো. রফিকুল ইসলাম, ফচিক শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সী এনায়েত হোসেন, সাধারন সম্পাদক, হাজী মির্জা আকরামুজ্জামান, আখচাষী ফেডারেশনের জৈষ্ঠ্য সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, সিডিএ আবুল বাশার বাদশা, আখচাষী মোস্তফা আনোয়ার, সিদ্দিকুর রহমান প্রমুখ। সম্মেলনে আখচাষী কল্যান সংস্থার পক্ষ থেকে ২৩ দফার দাবিতে স্মারকলিপি ব্যবস্থাপনা পরিচালকের নিকট প্রদান করে। দাবির মধ্যে উল্লেখযোগ্য হল আখের মূল্য ১শ ৩০ টাকা, নিুমানের ইউরিয়ার সার দেওয়া বন্ধ, আখচাষীদের দেয় সুদ ব্যাংক ঋণের সমপরিমান করতে হবে, আখের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শতভাগ সার, বীজ, কীটনাশক ও ঔষধ বিতরন করতে হবে। সম্মেলনে মিলগেট এলাকার ৬৬ জন আখচাষী প্রতিনিধি, সিডিএ, সিআইসি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনা করেন জুনিয়র অফিসার সৈয়দ এটিএম মাসউদ ।