সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর সড়কের ভদ্রকোল গ্রামের নিকট লছিমনের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী মারা গেছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রাউতান গ্রামের আমজাদ হোসেনের স্কুল পড়–য়া মেয়ে আছিয়া খাতুন (৯) তার মায়ের সাথে ভদ্রকোল গ্রামে তার খালুর বাড়িতে বেড়াতে যায়। ঘটনার সময় সে তার মায়ের সাথে সড়ক পার হচ্ছিল। ওই সময় একটি লছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লছিমনটি আটক করে ওই সড়ক অবরোধ করে রাখলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
