আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যামে ৩ মদ ব্যবসায়ীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।পুলিশ জানান, কারাদন্ডপ্রাপ্তরা হলো উপজেলার অন্তাহার গ্রামের ইলিমুদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৩৪), ছাতিয়ানগ্রামের মেহের আলীর পুত্র আব্দুস ছালাম (৩০) ও নওগাঁ সদরের মঙ্গলপুর গ্রামের রিয়াজ উদ্দীনের পুত্র হাসান আলী (৩৫)। গত বুধবার রাতে বিক্রির উদ্যেশে দেশীয় মদ নিজ হেফাজতে রেখে বহন করার সময় থানা পুলিশ এদের গ্রেফতার করে।