স্টাফ রিপোর্টার : শেরপুরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গভর্নর ও এমএলএ আলহাজ্ব এডভোকেট আনিসুর রহমানের সহধর্মিনী মোছা. রায়হানা বানু (৭৮) ১৯ নবেম্বর মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। তিনি স্বামী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আরিফুর রহমান সুমন তার কনিষ্ঠ ছেলে। বাদ মাগরিব স্থানীয় তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।