মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘির স্কুল ছাত্র তুফান হত্যা মামলায় কিশোর গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৬:৩০ অপরাহ্ণ

adamdighi--19-11-13=আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির আলোচিত পোঁওতায় গ্রামের স্কুল ছাত্র তুফান হত্যা মামলার সাড়ে ৪ মাস অতিবাহিত হলেও এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেফতার করতে না পারলেও পুলিশ  সোমবার রাতে সন্দেহ জনক ভাবে নাইম উদ্দীন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে। নাইম নামা পোওতা গ্রামের বাবু প্রামানিকের পুত্র। পরদিন গতকাল দুপুরে নাইমকে আদালতে প্রেরন করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
উলে­¬খ্য , বগুড়া আদমদীঘির সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা  গ্রামের কয়েক জন বখাটে যুবক উপড় পোঁওতা গ্রামে গিয়ে স্কুল ও কলেজ ছাত্রীদের উত্যক্তা সহ যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় তুফান নামের ওই স্কুল ছাত্র  প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৬ টা সময় স্কুল ছাত্র তুফান পোঁওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে বখাটেরা হামলা করে তুফানকে মারপিট সহ ছুরিকাঘাতে খুন করে। ঘটনার পর অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও স্থানীয় জনতা রায়হান নামের এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহত তুফানের পিতা উপড় পোঁওতা গ্রামের তোফাজ্জল হোসেন বাদী হয়ে নামা পোঁওতা গ্রামের রফিকের পুত্র কলেজ ছাত্র রায়হান হোসেন রাকিব. গবির পুত্র ছনি ও তার ভাই হৃদয়. দুলালের পুত্র বাপ্পি. মোসলেমের পুত্র মামুন. ফজুর পুত্র উদয়. আনোয়ারের পুত্র রাহুল. ফজলুর পুত্র আরিফ. ছামসুুলের পুত্র রাজু. ও হেলালের পুত্র মাহফুজুল সহ ১০ জনকে আসামী করে থানায় একটি হত্যা  মামলা দায়ের করার দীর্ঘ সএড় ৪ মাস অতিবাহিত হলেও পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!