আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জুয়ার বোর্ড থেকে ৬ জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে আদমদীঘির কুসুম্বী গ্রামের সখের আলীর পুত্র মনির হোসেন (২৬), আজিজার রহমানের পুত্র সাইদুল ইসলাম (৩২). কায়েব আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৫), আয়েন উদ্দীনের পুত্র রহিম উদ্দীন (২৫), মকবুল হোসেনের পুত্র জহুরুল ইসলাম (৩০) ও আকবর আলীর পুত্র মহসিন আলী (৩৩)।
জানা যায়, মঙ্গলবার বিকেলে কুসুম্বী গ্রামের একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে তাদের আটকসহ তাস, চটের বস্তা মোমবাতি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।