শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে ডাকাতির চেষ্টা মামলায় আরও এক যুবক গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ২:৩৭ অপরাহ্ণ

Follow-Up 5স্টাফ রিপোর্টার : শেরপুর-শ্রীবরদী বাইপাস সড়কে ডাকাতির চেষ্টা মামলায় দুলাল মিয়া নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলার মামদামারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  গ্রেফতারকৃত দুলাল উপজেলার ধাতুয়া গ্রামের কিয়ামত উল্লাহর ছেলে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সোমবার ভোররাতে শেরপুর-শ্রীবরদী বাইপাস সড়কের হালগড়া এলাকায় একদল ডাকাত কয়েকটি ভটভটিতে থাকা গরুসহ বেপারীদের পথরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। ওইসময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে গেলে ডাকাতদল দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে থানা পুৃলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালগড়া গ্রামের সনি ও পার্শ্ববর্তী টাংগারপাড়া গ্রামের রবিনকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রুজু করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ দুলাল মিয়াকে গ্রেফতার ও রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করে বলেন, দুলাল ওই মামলার এজাহারনামীয় আসামী এবং এলাকার একজন চিহ্নিত অপরাধী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!