মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে এই প্রথম অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জননী ডায়াগণষ্টিক সেন্টার এ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে সদরের সরকারী হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এসএম আতিকুর রহমানের (মুনু) মা সমাজসেবী জয়নুর নেছা ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর সরকারী কলেজ অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, প্রবীণ রাজনীতিক শামসুদ্দিন আহমেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক মহাদবপুর শাখা ব্যবস্থাপক আঃ জাব্বার, ব্যাংক এশিয়ার শাখা ব্যবস্থাপক একরামুল ইসলাম প্রমুখ। এর আগে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষের অংশগ্রহণে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
