শাহআলম,কালিহাতী,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগচারান টেংগুরিয়ায় হাওয়া বেগম(৬০)এক মহিলাকে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাশক্ত ছেলে মনিরুল ইসলাম।১২ নভেম্বর (মঙ্গলবার )রাতে ওই ঘটনা ঘটে।
পুলিশ বুধবার সকাল ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে আটক করে।
স্থানীয়রা জানান, মাদক কিনতে মায়ের কাছে টাকা চায় কিন্তুু টাকা না দিতে পারায় তার মা হাওয়া বেগমের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মনিরুল তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে প্রচার করতে তাকে ঘরের আরের সংঙ্গে ফাসিঁ দিয়ে ঝুলিয়ে রাখে। সকালে দৃশ্যটি টেরপেয়ে প্রতিবেশীরা থানায় ফোন করে।
পরে পুরিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠান।
কালিহাতী থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন ও এস.আই হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে জানান,এঘটনায় মনিরুলকে আটক করা হয়েছে।
