রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজীবপুর উপজেলায় পালন করা হয়েছে। কর্মসুচির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজিবর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, সাধারন সম্পাদক শফিউল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রফিকুল ইসলাম মুকুল, আলহাজ্ব আজিম উদ্দিন, যুবলীগ সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে দলীয় সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
