মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মোহনা টিভির ৩য় বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর সোমবার মৌলভীবাজার প্রেসক্লাব ভবন থেকে র্যালি বের করা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এমএ সালাম এর সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, পাতা কুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাধাপদ দেব সজল, রজত কান্তি গোস্বামী, আকমল হোসেন নিপু, এম শাহজাহান আহমদ প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।