চুয়াডাঙ্গা প্রতিনিধি : ইউনিয়ন তথ্য ও সেবা (ইউআইএসসি) কেন্দ্রের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মলিক সাঈদ মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ওমর আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন, আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণা রানী সরকার।
