রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় হরতালের প্রথম দিনে বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ১০:২৭ অপরাহ্ণ

BNP-JAMAT Pic-10কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় টানা ৪ দিনের হরতালের প্রথম দিনে বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে হয়েছে। পৌর সদরের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল কম। পুলিশের টহল ছিল জোরদার।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির উপজেলা সভাপতি অধ্যা. বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহ.সভাপতি বজলুল করিম, সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন ও ছাত্রদল সভাপতি তাওফিকুর রহমান সনজু। এসময় বিএনপির পৌর ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলী, সা. সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুবদল নেতা সালাহ্উদ্দীন পারভেজ, ছাত্রদল নেতা তপু সহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। এদিকে, সকালে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে কলারোয়া পাইলট হাইস্কুল মোড় ও দলীয় অফিসের সামনে দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুটিতে উপজেলা জামায়াতের আমীর মাও. ওসমান গণির সভাপত্বি বক্তব্য রাখেন জামায়াত নেতা ঈমান আলী শেখ, মাও. ওমর আলি, প্রফেসর আব্দুর রাজ্জাক, মাও. আহম্মদ আলী, অধ্যা. হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শওকত আলী, মাও.কামরুজ্জামান ও শিবির জেলা সভাপতি রুহুল আমীন। সমাবেশ পরিচালনা করেন জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যা. একেএম ফজলুল হক। এদিকে, উপজেলার ব্রজবাকসা, যুগিবাড়ি সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে হরতালকারীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!