মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রবিবার দুপুর ১২টার দিকে পিকআপ ভ্যানের চাপায় বিষণ ঘোষ (৫৪) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বিষণের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের কুমড়াকাপন গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষণ মাছ বিক্রি করতে সিএনজি চালিত অটোরিকশায় করে শ্রীমঙ্গল শহরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।