মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বিগত বিএনপি ও জামায়াত সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ধ্বংসের রাজনীতি করছে। তারা মুক্তিযোদ্ধাদের অসম্মানীত আর রাজাকার, আলবদরদের সম্মানীত করেছে। তাদের ক্ষমতায় এনে মন্ত্রী বানিয়েছে এবং তাদের গাড়ীতে মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতিদান বাংলার লাল-সবুজের জাতীয় পতাকা তুলে দিয়েছে। অন্যদিকে আমাদের সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মান দেখিয়েছে এবং ভবিষ্যতেও দেখাবে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নিয়ে ভোট যুদ্ধে নামা হবে। ইনশালাহ আমরা ’৭১ এ সফল হয়েছি এখানেও হবো। ৯ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে গরিব, অসহায়, বিধবা ও অসুস্থ মুত্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সরকারী তহবিল থেকে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই বীর মুক্তিযোদ্ধার সবচেয়ে বেশি সম্মানীত করা হয়। যুদ্ধাপরাধীদের যারা সমর্থন করছে তারা পূনরায় ক্ষমতায় আসলে আবারও মুক্তিযোদ্ধাদের অসম্মানীত করা হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, সাবেক জেলা কমান্ডার মহর আলী, সহকারী কমান্ডার মোঃ ইমান উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মিয়া, ডেপুটি কমান্ডার হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে কালীগঞ্জের গরিব, অসহায়, বিধবা ও অসুস্থ ১০০ বীর মুত্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
