শ্যামলবাংলা ডেস্ক : দলের শীর্ষ ৫ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে পাবনা, ভোলা, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার কয়েকটি উপজেলায় ৯ নভেম্বর শনিবার সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি। অন্যদিকে ৭ নভেম্বরের কর্মসূচিতে ‘পুলিশি বাধার’ প্রতিবাদে খাগড়াছড়িতেও সকাল ৬টা থেকে আধাবেলা হরতাল করছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সারাদেশে সকাল ৬টা থেকে একটানা ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেন। এরপর রাতে বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম.কে আনোয়ার ও ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াকে সোনারগাও হোটেলের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। পরে একই রাতে গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে। এছাড়া আরও কয়েকজন নেতাকে ধরতে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। দলের শীর্ষ পর্যায়ের এই নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল করছে ১৮ দলীয় জোট।